স্টাফ রিপোর্টার : আজ বিদ্যাদেবী সরস্বতী পূজা। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।

বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান লাভের আশায় দেবী সরস্বতীর পূজা করা হয়। মূলত শিক্ষার্থীরাই এ পূজার প্রধান আয়োজক।

রবিবার সকাল থেকে মন্দিরে মন্দিরে, বিভিন্ন পূজামণ্ডপ ও শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হচ্ছে। উপবাস থেকে ভক্তরা পুষ্পাঞ্জলি অর্পণ করেন বাগদেবী সরস্বতীর উদ্দেশ্যে।

রাজধানীতে এ পূজার মূল আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। নিজস্ব বিষয়ের সঙ্গে মিল রেখে মণ্ডপ আর প্রতিমায় নান্দনিকতা ফুটিয়ে তোলেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

পঞ্চপল্লব আর নারকেল দিয়ে সাজানো হয় পূজার ঘট। বিদ্যা, বুদ্ধি আর জ্ঞান লাভের আশায় পূজা শেষে পুষ্পাঞ্জলি দেন তারা।

বিদ্যাদেবীর আর্শীবাদ নিয়ে এদিন হাতেখড়ি দেওয়া হয় শিশুদের।

সনাতন ধর্মাবলম্বীদের পূজা হলেও সরস্বতী পূজা পরিণত হয় উৎসবে। মন্দিরের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতেও এ পূজা করা হয়। এছাড়াও সারাদেশে পালিত হচ্ছে এ পূজা।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০১৯)