রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরে  দোদন্ড প্রতাপশালী  এক আ.লীগ নেতার আদেশ মত কাজ না করায় সংখ্যলঘুকে যুবককে দেশ ছাড়া করার ভয় দেখিয়ে বেধড়ক পিটিয় আহত করা হয়েছে। ভয়ে স্টোক করে হাসপাতালে মৃত্যূও প্রহর গুনছেন  নিরিহ সংখ্যলঘু খোকন বৈষ্ণব (৪২)। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সে সদর উপজেলার নন্দনপুর গ্রামের সমর রঞ্জন বৈষ্ণবের ছেলে। এঘটনায় হিন্দু সম্প্রদায়ের মাঝে তিব্র অসন্তোষ বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সদর উপজেলার দালাল বাজারে।

আহতের পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে দালাল বাজার এলাকার শ্রী শ্রী গোবিন্দ মহাপ্রভু আখড়া ভঅরপ্রাপ্ত সভাপতি শশি ভূষন মন্দিওে প্রবেশকালে কাশি চেপে রাখতে পরেননি খোকন বসনু। এত ক্ষিপ্ত হয়ে শশি ভূষন বিচার দেন দালাল বাজার বণিক সমিতির সভাপতি ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নুরনবী চৌধুরীর কাছে। রাতে দালাল বাজারের অপরূপ স্টুডিওতে বিচার বসানো হয়। বিচারে খোকন বৈষ্ণবকে শশী ভূষন এর কাছে মাফ চাইতে বলা হলে তাতে অপরাগতা প্রকাশ করেন খোকন। এতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন আ.লীগ নেতা। তাকে দেশ ছাড়া করার হুমকী দিয়ে প্রকাশ্যে খোকনকে এলোপাতাড়ি মারধর করেন আওয়ামী লীগ নেতা নুরনবী চৌধুরী। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। সেখানে কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর মজুমদার বলেন, বিচারের রায় না মানায় সংখ্যালঘু যুবককে মারধরের বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় প্রশাসনের মাধ্যমে সুষ্ট বিচার দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়টি অস্বীকার করে আওয়ামী লীগ নেতা নুরনবী চৌধুরী বলেন, খোকনের কলার চেপে ধরা হয়েছে। তাকে মারধর করা হয়নি।

(পিআর/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০১৯)