গাইবান্ধা প্রতিনিধি : নিরাপদ খাদ্য খাও, সুস্থ্য থাকো, ক্যান্সার হটাও এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১০ ফেব্রুয়ারি সোমবার সকালে গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিবিড় ক্যান্সার হেলথ অ্যান্ড এডুকেশন সোসাইটির আয়োজনে পলাশবাড়ী উপজেলা চত্বর হতে এক বিশাল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

নিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রয় করুন,ভবিষ্যত প্রজন্ম রক্ষা করুন। সবাই মিলে হবো সচেতন,
নিরাপদ খাদ্য খেয়ে বাঁচাবো জীবন। শ্লোগানে শ্লোগানে মুখরিত শিশু-কিশোর, কচি-কাঁচার দল র্যালিটি বিভিন্ন ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে মহাসড়কে সাধারন মানুষকে সচেতন হতে আহবান জানান।

পরবর্তীতে র‌্যালিটি পুনরায় পলাশবাড়ী উপজেলা চত্বরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাবেক এম,পি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকারের সভপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ আবু সাঈদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, পুলিশ উপ-পরিদর্শক মোঃ আলাউদ্দিন, নিবিড় ক্যান্সার হেলথ অ্যান্ড এডুকেশন সোসাইটি’র নির্বাহী পরিচালক আব্দুল্যা আল মামুন, সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।

(এসআইআর/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০১৯)