রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্চিত কুমার রায় (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহেমদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মো. আনিছুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তারী কাদেরী। সভায় নারী নির্যাতন, বাল্য বিবাহ, যানজট, পাসপোর্ট, মাদক, অবৈধ বালু উত্তোলন, রাস্তাঘাটের দুরাবস্থাসহ জেলার বিভিন্ন সমস্যা ও প্রতিকার বিষয়ে সমাধান মূলক উত্তর প্রদান করে ও পরবর্তী পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

(আরকেপি/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০১৯)