বাগেরহাট ও মোরেলগঞ্জ প্রতিনিধি : সুন্দরবনে অবৈধ ভাবে অনুপ্রবেশ করে হরিণ শিকারের প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ৩ দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। 

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সুন্দরবন সংলগ্ন আমুরবুনিয়া এলাকা থেকে রবিবার ভোর রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন বাগেরহাটের মোংলা উপজেলার বাশতলা গ্রামের মৃত মঈন উদ্দিন ফকিরের ছেলে বাবুল ফকির (৪৮), মোরেলগঞ্জের আমুরবুনিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার (৩০) ও মধ্য আমুরবুনিয়া গ্রামের সেলিম খানের ছেলে রাকিব খান (২৫)।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম জানান, সুন্দরবন থেকে বের হলে বাবুল ফকিরকে তার নামে লাইসেন্সকৃত একটি বন্দুকসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে ধারালো অস্ত্র ও দিক নির্ণয়ক যন্ত্র পাওয়া যায়। বাবুল ফকির একজন পেশাদার হরিণ শিকারী। তিনি তার বৈধ অস্ত্র দিয়ে বেআইনী ভাবে সুন্দরবনে প্রবেশ ও হরিণ শিকার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে চোরা শিকারীদের আদালতে প্রেরণ করা হবে।

(এসএকে/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০১৯)