বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলায় রনজিৎপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা চলাকালিন সময়ে চলছে রমরমা কোচিং বাণিজ্য। এই স্কুলটিতে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত কোচিং বানিজ্য চালিয়ের যাচ্ছেন কতিপয় শিক্ষক। 

চলতি এসএসসি পরিক্ষা শুরুর আগে কেচিং বন্ধ রাখতে শিক্ষা মন্ত্রনালয়ে একটি প্রজ্ঞাপন জারী করে। শিক্ষা মন্ত্রনালয় তাদের এই প্রজ্ঞাপনটি মাঠ পর্যায়ে যথাযথো ভাবে বাস্তবায় হচ্ছে কি না তা তদারকী করতে জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেয়। এই নির্দেশনার মধ্যেই বাগেরহাটে রনজিৎপুর মাধ্যমিক বিদ্যালয়ে চলছে রমরমা কোচিং বানিজ্য।

রবিরার সকালে রনজিৎপুর মাধ্যমিক বিদ্যালয়ে যেয়ে দেখা যায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুবোধ চক্রবর্তী ও মিঠুন দাশ প্রায় অর্ধ শত ছাত্র/ছাত্রীদের নিয়ে কোচিং চালাচ্ছেন। ছাত্র/ছাত্রীদের সাথে কথা বলে জানা যায় তারা স্কুলে শিক্ষকদের কাছে মাসিক ৪ শত টাকা করে ফি দিয়ে কোচিং করছে।

রনজিৎপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক চন্দ্র দাশের কাছে কোচিং বিষয়ে জানতে চাইলে প্রথমে তিনি সরকারী কোন নির্দেশনা পাননি বলে সাংবাদিকদের জানান। পরে তিনি তার স্কুলে কোচিং বানিজ্যেও বিষয়ে সংবাদ প্রচার হলে সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা করার হুমকি দেন।

তবে, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান জানান, শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনার পর এসএসপি পরিক্ষার এই সময়ে কোচিং বানিজ্য চলনোর কোন সুযোগ নেই। কেই এই নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এসএকে/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০১৯)