হলুদ গায়ে জ্বলে

জিঙ্গে মাচার পাশে বসে
দাদু আমায় বলে
দেখ- কত রূপের বাহার
হলুদ গায়ে জ্বলে
এমন রূপের বাহার ছিল
আমার সারা গায়
তোর দাদা তো পাগল ছিল
ঘরে ঠেকান দায়
ষোল বছর বয়স কালে
ছিল দীঘল কেশ
আল্তো পায়ে পায়েল ছিল
পাগল ছিল দেশ
এখন আমার সন্ধ্যা বেলা
জীবন কিরণ পাটে
ম্লান হলো তাই রূপের বাহার
ব‘সে পাড়ের ঘাটে ।।

মন যে আমার চায়


মাগো তোমার ধুলায় মিশে যেতে
মন যে আমার চায়
গা খানি মোর বিছিয়ে দিলে
শান্তী সুখের পাই
তুমি যে মা জীবন আমার
তুমি আমার মরন
তোমার কোলেই ঘুমিয়ে যাব
আসব যখন শমন
হাজার বছর কেটে যাবে
ডাকবে না কেউ মোরে
তোমার বুকে জড়িয়ে রবো
ভয় পাবো না ঘোরে।।