মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পের একটি বিশেষ অভিযানে বিয়ারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। 

মঙ্গলবার ভোর রাতে র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এর নেতৃত্বে সদর উপজেলার কালিবাড়ী মন্দির এলাকা থেকে তাদের আটক করা হয়।

মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন প্রেস রিলিজের মাধ্যমে জানান, মাদারীপুর জেলার সদর উপজেলার নতুন শহর কালিবাড়ী মন্দির এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সদর উপজেলার নতুন শহর এলাকার কার্তিক চন্দ্র রায়ের ছেলে কিশোর কুমার রায় (২৩), গোলাবাড়ীর এলাকার মো. আব্দুল করিম হাওলাদারের ছেলে মো. রাকিব হাওলাদার (২২) ও একই এলাকার মো. আনোয়ার কাজীর ছেলে কাজী বাপ্পীকে (২৪) ৫ ক্যান বিয়ারসহ হাতেনাতে আটক করা হয়।
আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলার সদর থানা এলাকায় বিয়ারসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

আটক আসামী ও উদ্ধার করা বিয়ারসহ মাদারীপুর মডেল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

(এএসএ/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০১৯)