স্টাফ রিপোর্টার : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ট্রমা কীভাবে কমানো যায়, তারা এখানে কীভাবে একটু স্বস্তিতে থাকতে পারে সে ব্যবস্থাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হচ্ছে।’

মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের সংঘাতকালীন যৌন হয়রানিবিষয়ক বিশেষ প্রতিনিধি প্রমীলা পাটেলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘রোহিঙ্গারা যখন মিয়ানমারের রাখাইন রাজ্যে ছিল, তখন সেখানে যথেষ্ট যৌন নির্যাতন হয়েছে; যা অনেকেই জানেন ও দেখেছেন। আমাদের দেশে এ মুহূর্তে এ বিষয়ে কোনো সমস্যা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত উদ্যোগে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন, তাদের খাদ্যের ব্যবস্থা করেছেন। বাকি সব ইস্যুও আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং মিয়ানমারের সঙ্গে আমরা এ ব্যাপারে সব পর্যায়ে আলাপ-আলোচনাও করে যাচ্ছি।’

আইনমন্ত্রী বলেন, ‘আজকের আলোচনা থেকে যেটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে সারা বিশ্বে বাংলাদেশের বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোহিঙ্গাদের প্রতি যে সহানুভূতি সেটা অত্যন্ত প্রশংসিত হয়েছে।‘

তিনি বলেন, ‘পাচারের ব্যাপারে কিছু ছোটখাট ঘটনা ঘটেছিল সেগুলোও আমরা শক্ত হাতে মোকাবেলা করেছি এবং এগুলো এখন খুব একটা ঘটছে না। আমি এখন এটুকু বলতে পারি আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।’

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০১৯)