গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদে মঙ্গলবার দুপুরে জঙ্গীবাদ বিরোধী ও আইনশৃঙ্খলা সচেতনতামূলক সুধিসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন বক্তব্য রাখেন ।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা প্রশাসক সন্ত্রাস ও জঙ্গিবাদ যাতে কোন অবস্থাতেই কখনও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সকলকে সচেতন থাকতে আহ্বান জানান।

এর আগে জেলা প্রশাসক গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুর সাঁওতাল পল্লীতে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। সাঁওতাল সম্প্রদায়ের তরণীরা এসময় মনমুগ্ধকর সাঁওতাল লোকনৃত্য পরিবেশন করেন। জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। তিনি সরকারের গৃহিত উন্নয়নের ধারা যাতে ব্যহত না হয় সেজন্য সকলকে সহযোগীতার আহ্বান জানান।


(এসআরডি/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০১৯)