কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ও বালিয়াতলী ইউনিয়নের মাঝ দিয়ে বহমান সোনাপাড়া খালে বাঁধ দিয়ে দখল করার অভিযোগে দখলদার আব্দুল বারেককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাশের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার দুপুরে কলাপাড়া থানা পুলিশের সহায়তায় এ জমি উদ্ধারের অভিযান পরিচালিত হয়। দন্ডিত বারেকের বাড়ি উপজেলার বেতকাটা গ্রামে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাশ জানান, কলাপাড়া উপজেলা খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভাপতি ও উপদেষ্টার নির্দেশে জেএল নম্বর ৩৮, সোনাপাড়া মৌজার ৩১৯১ ও ৩১৯২ নম্বর দাগের এ জমিতে সরকার দলীয় এক প্রভাবশালী প্রায় পাঁচ একর জমি দখল করে। যার মূল্য প্রায় দুই কোটি টাকা।

মঙ্গলবারের অভিযানে ওই জমি উদ্ধার করে পটুয়াখালী জেলা প্রশাসকের সাইনবোর্ড টানিয়ে টানিয়ে দেয়া হয়েছে। সরকারি এ জমি ও উদ্ধারের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কলাপাড়ার সকল খাল, নদী ও সরকারি সম্পত্তি থেকে দখলদারদের উচ্ছেদের প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।

(এমকেআর/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০১৯)