সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সীমান্ত থেকে ঢাকায় পাচারকালে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু’ যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর চারটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর চেকপোষ্ট নামকস্থান থেকে এসব উদ্ধার ও গ্রেফতারের ঘটনা ঘটে।

জানা যায়, আটক মাদক ব্যবসায়িরা হলেন, বরগুনা জেলার লতাবাড়িয়ার সাহেব আলীর ছেলে বাদশা মৃধা (৩০) ও একই জেলার বেতগির সুলতান আকন্দের ছেলে রাজু হোসেন (১৮)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা ও উপপরিদর্শক (এসআই) আবুজার জানান, গাজীপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান ফেনসিডিল ঢাকায় পাচার করা হচ্ছে এ মর্মে তিনি গোপনে খবর পান।

এরই ভিত্তিতে মঙ্গলবার ভোর চারটার দিকে সাতক্ষীরা-ভোমরা স্থলবন্দর সড়কের আলীপুর চেকপোষ্ট নামক স্থান থেকে চাউল বহনকারী একটি কাভার্ড ভ্যান (চট্রগ্রাম মেট্রো -ট ১১-৪৪৭২) থামিয়ে তাতে তল্লাশী চালানো হয়। পরে ওই কাভার্ড ভ্যান থেকে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কার্গোসহ দু’মাদক ব্যবসায়িকে আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক জানান, এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক আবুজার হোসেন বাদি হয়ে আটককৃত দু’জনের নাম উল্লেখ করে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেছেন।

(আরকে/জেএ/জুলাই ২২, ২০১৪)