রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের লেংড়া বাজারে সরকারি খালে মাটি ভরাট করে সড়ক তৈরি করা হয়েছে। এতে ইরি চাষ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। 

খালটি ডাকাতিয়া নদীর সঙ্গে সংযোগ রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মালিকানাধীন এখালের বিভিন্ন স্থানে সড়ক নির্মাণ করেছেন এলাকার মানুষ। তবে পানি চলাচলের জন্য তারা পাইপ (রিং) দিয়েছেন। কিন্তু এবার পাইপ ছাড়াই সড়ক করেছেন মোহাম্মদ হোসেন ও ফিরোজ আলমসহ কয়েকজন প্রভাবশালী।

কেরোয়া গ্রামের কৃষক আব্দুল খালেক ও আবদুল মান্নান বলেন, শত বছর থেকে এ খালের পানি দিয়ে ইরি-বোরো ধান চাষ করছি। কখনও এ খালে পানির সংকট দেখেননি। কিন্তু এখন খালে সেচের পানির সংকট রয়েছে। খালে সড়ক করায় আট-দশ একর জমিতে ইরি চাষ করতে পারছেন না কৃষকরা।

অভিযুক্ত মোহাম্মদ হোসেন বলেন, বিপরীতে খালের অপর পাড়ে বাড়ি হওয়ায় যাতায়তের জন্য সড়কটি করেছি। পরে পানি চলাচলের জন্য পাইপ স্থাপন করব।

(পিকেআর/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০১৯)