নিউজ ডেস্ক : লাল গ্রহের কক্ষপথের আরও কাছে পৌঁছে গেল ভারতের মঙ্গলযান। ৫৪০ মিলিয়ন কিলোমিটার পথ ইতিমধ্যেই অতিক্রান্ত করেছে মার্স অরবাইটার। পেড়িয়ে গেছে নিজের যাত্রা পথের ৮০%। ২৪ সেপ্টেম্বর মঙ্গলের কক্ষপথে মার্স অরবাইটারের প্রবেশ করার কথা। 

একবার এই যানের আবক্র পথ সংশোধন হয়েছে, অগাস্ট মাসে পুনরায় ইসরো মার্স অরবিটারের আবক্র পথ সংশোধন করবে। এই প্রজেক্টে ইসরোর খরচ হয়েছে ৪৫০ কোটি টাকা। গত বছরের ৫ নভেম্বর মঙ্গলের কক্ষপথের উদ্দেশ্যে রওনা দেয় এই মঙ্গলযান।

ইসরোর আশা এই প্রজেক্ট মহাকাশ বিজ্ঞান গবেষণায় এক নতুন দিগন্তের সন্ধান দেবে।

(ওএস/এটিঅার/জুলাই ২২, ২০১৪)