জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের সিমান্ত পাদদেশ ঘেরা হালুয়াঘাট পৌরসভাকে যানজট মুক্ত ও সর্বসাধারণের স্বাচ্ছন্দ্যে চলাচলের উপযোগী করে তোলার স্বার্থে ফুটপাত দখল মুক্ত করতে বৃহস্পতিবার সকালে হালুয়াঘাট পৌরসভার প্রথম মেয়র পৌর পিতা খায়রুল আলম ভূঞা ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত জাহাঙ্গীর আলম তালুকদার পিপিএম, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি শাহ্াব উদ্দিন ওমর সাকী, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু, পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেন,ফারুক মল্লিক,আব্দুল আজিজ,মনিরুজ্জামান স্বাধীনসহ থানা পুলিশের একটি দল।

এ সময় রাস্তার উপর একাদিক ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। হালুয়াঘাট পৌর সভার মেয়র খায়রুল আলম ভূঞা বলেন, জনসাধারণের চলাচলের স্বার্থে এবং পৌর শহরকে যানজট মুক্ত রাখার জন্যই এ অভিযান পরিচানা করা হয়। হালুয়াঘাট পৌরসভাকে দখল মুক্ত করে সুন্দর পরিচ্ছন্ন শহর গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা চান তিনি।

(জেসিজি/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০১৯)