আন্তর্জাতিক ডেস্ক : নারীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে দীর্ঘ দিন ধরে ঘরবন্দী তৃণমূল সাংসদ ও বিশিষ্ট অভিনেতা তাপস পাল। সর্বশেষ তার বিরুদ্ধে একটি মামলা রজু করা হয়েছে।

গতকাল সোমবার কলকাতা হাইকোর্টে মামটি করেন নদীয়ার নাকাশিপাড়ার বিপ্লব রায় চৌধুরী। বিচারপতি দীপংকর দত্তের এজলাসে শুনানির জন্য মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

এর আগে আইনজীবী সমিতি সান্যালের দায়ের করা মামলার সঙ্গে আগামীকাল বুধবার এ মামলাটিরও একযোগে শুনানি হবে।

যদিও কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলায় সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় মামলার শুনানি স্থগিত রাখার আবেদন জানিয়ে বলেছিলেন, একই ধরনের আরেকটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। মামলাটি করেন আইনজীবী বিজন ঘোষ।

তাই সুপ্রিম কোর্টের শুনানি না হওয়া পর্যন্ত এ শুনানিও স্থগিত রাখা হোক। এ সময় বিচারপতি সুপ্রিম কোর্টে করা মামলার নথিপত্র পেশ করতে নির্দেশ দেন এবং মামলার পরবর্তী শুনানির জন্য ২১ জুলাই সোমবার তারিখ রাখেন।

(ওএস/এটিঅার/জুলাই ২২, ২০১৪)