নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার বিশ্ব ভালবাসা দিবস। আর সেই ভালবাসা দিবস প্রেমিক-প্রেমিকাকে ফুল দিয়ে নয়। নওগাঁর ধামইরহাটের “দেখাবো আলোর পথ” নামে সেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি দিবসটি পালন করলো অন্যরকম ভাবে। এদিন অন্যের দুয়ারে দুয়ারে চেয়ে খাওয়া ৫ জন বৃদ্ধকে উন্নত মানের খাবার খাইয়ে তারা ভালবাসা দিবসটি পালন করলো। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মঙ্গলকোঠা গ্রামের আলোচিত সেই বৃদ্ধা জোবেদা বেওয়া (৮০), মহির উদ্দিন (৭৫) অমরপুর গ্রামের গোলেজন (৬৫), শল্পী গ্রামের প্রতিবন্ধী আমজাদ (৪০) ও মইশড় গ্রামের শফির উদ্দিন (৬৬) কে স্থানীয় একটি হোটেলে নিয়ে মাছ-মাংস-দধি-মিষ্টান্নসহ উন্নত মানের খাবার প্রদান করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান, কোষাধ্যক্ষ রাজু ও সদস্য নুর আলম। ভুক্তভোগী জোবেদা ও গোলেজানসহ অন্যান্যরা বলেন, ‘মাছ-মাংস দিয়ে ভাল খাবার পেয়ে মনে হচ্ছে আজকে যেন ঈদের দিন’।

উপজেলা প্রকৌশলী আলী হোসেন বলেন, “সুবিধা বঞ্চিত ও অসহায়দের আজকের মত বিশেষ দিনে ভাল মানের খাবার প্রদান নিঃসন্দেহে ভাল কাজ। বিশ্ব ভালবাসা দিবসে সমাজের বিত্তবানদের কেবলমাত্র সদিচ্ছা থাকলেই এমন হাজারও অসহায়রা সকলের ভালবাসা পেতে পারে”।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০১৯)