রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে পীর বেশে সিএনজি যাত্রী এক মহিলার  সর্বস্ব ছিনতাই করেছে  একদল দুস্কৃতিকারী। মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার রায়পুর-লক্ষ্মীপুর আাঞ্চলিক মহা সড়কের  সর্দার বাড়ী নামক এলাকায় ঘটে এ ঘটনা। ছিতনতাইয়ের শিকার মহিলা  সুমি আক্তার (৪০) বামনী পাঠান বাড়ির প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী। 

জানা যায়, উপজেলার বামনী গ্রামের পাঠান বাড়ির প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী সুমি আক্তার তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি লক্ষ্মীপুরে যাওয়ার জন্য সর্দার বাড়ি নামক এলাকা থেকে রায়পুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশায় উঠেন। গাড়ীতে পূর্ব থেকেই পিছনের সিটে দরবেশবেশী দুজন এবং সামনে ড্রাইভারের সাথে একজন যাত্রী বসে ছিলেন। সিএনজিতে ওঠে বসার পর আরোহীর মধ্যে একজন তার সহযোগী পীরবেশী বয়স্ক লোকটিকে দেখিয়ে বলেন উনা কে চিনেন? উনি রায়পুর পীর বড় হুজুর । কথার মারপ্যাচে খাতির জমাতে জমাতে বড় হুজুর বলেন আমি দিব্য চুক্ষুতে দেখছি সামনে তোমার বড় বিপদ। আমায় দশ টাকা নজরানা দাওও বলেই মাথায় দুইটি ফু দিলেন। পরে কানে থাকা দুল জোড়ায় দোয়া পড়বো বলে খুলে দিতে বলেন। সুমি আক্তারও সরল বিশ্বাসে কানের দুল জোড়া খুলে বড় হুজুর কে দিলেন। এভাবে টাকা স্বলারংকার নিয়ে মহিলাকে দালাল বাজার এলাকায় নামিয়ে দিয়ে চলে যায় সিএনজি অটোরিক্সাটি।

(পিকেআর/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০১৯)