দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে হাসপাতালের বাথরুমের দরজা ভেঙ্গে রুবি ইসলাম (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় উপজেলার লুথ্যারাণ হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ডেকে বাথরুমের ভেন্টিলেটরের রডের সাথে ঝুলন্তাবস্থায় ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্র জানায়, হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া খবরে রাত সাড়ে ১২টায় পুলিশ গিয়ে হাসপাতালের বাথরুমের দরজা ভেঙ্গে গৃহবধূ রুবির মরদেহ উদ্ধার করে। লুথ্যারাণ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডেভিড ঘোষ বলেন, ওই গৃহবধূ বাথরুম থেকে বের হচ্ছে না দেখে টেলিফোনে পুলিশে খবর দেয়ার সাথে সাথে পুলিশ এসে দরজা ভেঙ্গে ঝুলন্ত গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মানুষিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মৃত গৃহবধূর গ্রামের বাড়ি দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামে।

মৃত গৃহবধূর স্বামী মো: সাইফুুল ইসলাম জানান, সারা নামের ৬মাসের শিশু কন্যার ডায়রিয়ায় আক্রান্ত হলে গত ৯ ফেব্রুয়ারি ভর্তি করে তারা হাসপাতালে অবস্থান করছিল। শিশুটির শারীরীক অবস্থার ক্রমাবনতিতে রুবি মানুষিক ভাবে ভেঙ্গে পড়ছিল। ঘটনার রাত সাড়ে ১১টার দিকে সে বাথরুমে যায়। অনেক সময় অপেক্ষার পরও সাড়া শব্দ না পাওয়ায় পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে বাথরুমের দরজা ভেঙ্গে ভেন্টিলেটরের রডের সাথে ঝুলে থাকা লাশ উদ্ধার করে রাত ৩টার দিকে থানায় নিয়ে যায়।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া গৃহবধুর লাশ বৃহস্পতিবার সকাল ১০টায় ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০১৯)