পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী-কুষ্টিয়া আন্তঃমহাসড়কের মাছপাড়া ও কলিমহরের সীমান্তবর্তী গোপালপুর ব্রিজের পাশে গত বুধবার গভীররাতে বগুড়া থেকে বালিয়াকান্দির রসুলপুরে ৩দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলগামী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১৪৬০) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্পেপড়ে ২জন নিহত ও অন্তত ১০জন কমবেশি আহত হয়েছেন। নিহত ও আহতরা মাহফিলগামী ওই বাসের রিজার্ভযাত্রী।

জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা ওই বাসটি বুধবার রাত আড়াইটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্লেখিত স্থানে রাস্তার পাশে উল্টে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলে বগুড়ার নন্দিগ্রাম উপজেলার পূর্ব বাঁশবাড়িয়া গ্রামের মিলন হোসেন (২২) ও একই গ্রামের জামাল হোসেন (২৫) নিহত হন। আহতদের পাংশা হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ, পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাংশা হাসপাতালে ভর্তি হওয়া আহতরা অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ গ্রামে ফিরেছেন বলে জানা গেছে।

(এম/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০১৯)