আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : শতভাগ কর আদায়, সামাজিক ব্যাধি বাল্য বিয়ে প্রতিরোধ, ভিক্ষুকমুক্ত সমাজ গঠন ও মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রয়াস গ্রহনের লক্ষ্যে বাকাল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুল্লশ্রী গ্রামের সুধি সমাজের নেতৃবৃন্দর মতবিনিময় সভা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ফুল্লশ্রী গ্রামের ইতিহাস ও ঐতিহ্য সমুন্নত রাখার ঐক্যবদ্ধ প্রয়াস গ্রহনের মধ্য দিয়ে উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় বাকাল ইউনিয়নের শতভাগ কর আদায়, বাল্য বিয়ে প্রতিরোধ, মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে মুক্তি দেয়া ও ভিক্ষুকমুক্ত সমাজ গঠনের সকলে ঐক্যবদ্ধ থেকে সামাজিক ব্যাধি দূর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বাকাল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বিপুল দাসএর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা খলিফা বংশীয় সংগঠনের সভাপতি কেএম আজাদ রহমান, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সুন্দর আলী পাইক, থানা জামে মসজিদের পেশ ইমাম আলা উদ্দিন ফকির, মহিলা আওয়ামীলীগ নেত্রী আভা রানী মুখার্জী, স্থানীয় সমাজ সেবক উজ্জল লাহেরী, ইউপি সদস্য রমেশ সরকার, বিনয় বৈরাগী, বিমল অধিকারী, সোবহান মিয়া, সান্তনা বেগম, মায়া বাড়ৈ, সাবেক ইউপি সদস্য আসাদ খলিফা, সাংবাদিক সবুজ মোল্লা, স্থানীয় সমাজ সেবক ফারুক আকন,আনোয়ার ফকির, সলেমান ফকিরসহ স্থানীয় সুধী সমাজের নেতৃবৃন্দ।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০১৯)