আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের বিপরীতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ পদে আওয়ামীলীগ পন্থী প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। অর্থ সম্পাদক পদে পেয়েছে বিএনপি প্রার্থী।

শুক্রবার সকালে জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপ-পরিষদ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ৭৫৭ জন আইনজীবী ভোটারের মধ্যে ৬৫৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করে আওয়ামীপন্থী সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ২১০ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করে আওয়ামীপন্থী ফিরোজ মাহমুদ খান ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ পদে অপর প্রার্থী শেখ হুমায়ুন কবির মাসুদ পেয়েছেন ২৪৫ ভোট। সহসভাপতি পদে খলিলুর রহমান ৪০৬ এবং গৌরাঙ্গ চন্দ্র শীল ৩৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মঈনুদ্দীন মাহবুবুল আলম সিকদার ৩৭৯ ভোট এবং সামসুজ্জামান সোহেল ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে বিএনপিপন্থী শাহেনুর খানম ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে মেজবাহ উদ্দিন সুরুজ ৫১২ ভোট, সানজিদা শারমিন মৌরী ৪৪৫ ভোট, আরিফুর রহমান সিকদার রাসেল ৪২৯ এবং অসীম কুমার সাহা ৩৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতির একটি পদের বিপরীতে তিনজন, সহসভাপতির দুইটি পদের বিপরীতে চারজন, সাধারণ সম্পাদকের একটি পদের বিপরীতে দুইজন, যুগ্ম সম্পাদকের দুইটি পদের বিপরীতে চারজন, অর্থ সম্পাদকের একটি পদের বিপরীতে দুইজন ও নির্বাহী সদস্য’র চারটি পদের বিপরীতে সাতজন প্রার্থীসহ ১১ পদের বিপরীতে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচন উপ-পরিষদের আহবায়ক এ্যাডভোকেট মজিবর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০১৯)