স্টাফ রিপোর্টার : অধিন্যস্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, ‘আপনাদের সামান্য ত্রুটি আমাদের ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি করতে পারে। আপনারা যদিও অত্যন্ত ছোট, নিচের লেভেলে কাজটা করছেন। কিন্তু ভুলের জন্য আমরা রীতিমতো একটা প্রশ্নের সামনে পড়তে পারি। যে প্রশ্নর জন্য দায়ী হচ্ছেন আপনারা। কিন্তু প্রশ্নটা আসবে আমাদের কাছে।’

রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে শনিবার উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সফটওয়্যার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রশিক্ষার্থীদের উদ্দেশ্যে রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের চরিত্রের মধ্যে নন্দলালের একটা বিষয় আছে। এ জন্য এ ধরনের একটা কবিতা লিখতে হয়েছে। আপনারা এ প্রশিক্ষণ নেয়ার পরও যদি নন্দলালের ভূমিকায় অবতীর্ণ হন। তাহলে আমি যত ট্রেনিংই দেই, যতই সফটওয়্যার ডেভেলপ করি, যতই ইকুয়েপমেন্ট এনে দেই না কোনো- তা কোনো কাজে আসবে না। আপনারা যেন নন্দলালের ভূমিকায় অবতীর্ণ না হন। আপনারা যেনে আপনাদের কাজটা ঠিক সময়ে, ঠিকভাবে এবং নিখুঁতভাবে করেন সেভাবে সচেষ্ট হবেন।’

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০১৯)