স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় ১টি ট্রাক, ২টি মোবাইল ও ৬টি সিমকার্ড জব্দ করা হয়।

শুক্রবার দিন গত রাতে মোহাম্মদপুরের বসিলা মোড় এলাকা থেকে পাথর বোঝাই ট্রাকের ভিতরে লুকায়িত ৮৯৬ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করে র‌্যাব-২।

গ্রেফতারকৃতরা হল নীলফামারীর বনবিভাগ এলাকার মৃত আবুল খায়ের ভূঁইয়ার ছেলে কামাল হোসেন (৪৫) (ট্রাক ড্রাইভার), একই এলাকার খলিলুর রহমানের ছেলে খাইরুল ইসলাম (২৮) (হেলপার), দিনাজপুরের বিরামপুরের মৃত হযরত আলীর ছেলে রাখেজ মোল্লা (২০) (হেলপার)।

র‌্যাব জানায়, ট্রাকে করে ট্রাক মালিকের অজান্তে বিভিন্ন মালামাল পরিবহনের অন্তরালে গাইবান্ধাসহ সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে মাদকদ্রব্য (ফেন্সিডিল) কিনে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রয় করে আসছিল। এই ভাবে আরো দুই থেকে তিনটি চালান পৌছে দিতে পারলে মাসে লক্ষাধিক টাকা আয় হবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়। মূলত তারা লোভে পরে কাজটি করে।

(বিজ্ঞপ্তি/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০১৯)