মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার  রায়পুর গ্রামের নাজমুল মোল্যার বাড়ীতে শুক্রবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে। এ সময় ঘরের মধ্যে থাকা নাজমুলের ছোট ছেলে ২৩ দিন বয়সের নবজাতক সামিউল আগুনে পুড়ে মারা যায় এবং মাসুরা (৬) কে গুরুতর আহত অবস্থায় উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে নাজমুল ও তার স্ত্রী বাকরুদ্ধ হয়ে পড়েছে। 

পরিবার সুত্রে জানা যায়, নাজমুলের স্ত্রী পাশের বাড়ী গেলে ঘরে থাকা কেরোসিন জ্বলিত ল্যাম্প থেকে আগুন লাগে। আগুনে নগদ ৫৫ হাজার টাকা, গৃহপালিত পশু, ৩০ মণ ধান ও ১০ মণ পাটসহ যাবতীয় মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে নাজমুলের ভাই বাবলু জানান।

তিনি আরো জানান, আগুন ছড়িয়ে পড়লে মাসুরা চিৎকার শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন বেড়া ভেঙ্গে তাকে বের করলেও নবজাতক সামিউলকে বের করতে পারেনি।

উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মুস্তাইন হোসেন বলেন, আমরা খবর পাওয়া মাত্রই রওনা দিয়েছি। কিন্তু অফিস থেকে ৬ কিঃ মিঃ দুরুত্ব হওয়ায় একটু সময় লেগেছে। তবে ঘরে পাট থাকায় আগুন অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের দায়িত্বরত ডাঃ নিলুফা ইয়াসমিন জানান, মাসুরার অবস্থা আশঙ্কাজনক। তার হাত-পা, পিঠ, ঘাঁড়সহ শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০১৯)