স্পোর্টস ডেস্ক, ঢাকা : অধিনায়কত্ব ছাড়তে নারাজ ইংল্যান্ড দলের অধিনায়ক অ্যালিস্টার কুক। যতক্ষণ পর্যন্ত না তিনি অযোগ্য বলে বিবেচিত হন ততক্ষণ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন। সফরকারিদের সঙ্গে প্রথম ইনভেস্টেক টেস্ট ড্র করে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে ৯৫ রানে জয় পায় ভারত।

ইংলিশদের জয়ের স্বপ নষ্ট করে দেন ভারতের বোলার ইশান্ত শর্মা। মারাত্মক বোলিং করে সাত উইকেট নেন তিনি। ইংল্যান্ড দলের ব্যর্থতার কারণে অধিনায়কত্ব ছাড়া কথা উঠলেও সড়ে যাচ্ছে না কুক।

ইংল্যান্ড দলের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর দলকে তেমন কোন সু-খবর এনে দিতে পারেনি কুক। সোমবার ইংল্যান্ডের মাটিতে ২৮ বছর পর টেস্টে জয় পেলো ভারত।

গত এক বছরে ২৭ টেস্ট ম্যাচে কুক ব্যক্তিগত কোন শতকের দেখা পাননি। ১০ টেস্টের মধ্যে একটিও জয়ের দেখা পায়নি ইংল্যান্ড। নয় টেস্টের মধ্যে সাতটিতে হার।

MS Dhoni, Ishant Sharma and Alastair Cook at the presentation


কুক বলেন,‘আমি বলেছি, আমার যতক্ষণ সামর্থ্য আছে আমি চেষ্টা চালিয়ে যাবো। যদিও আমি ভালো স্কোর করতে পারছি না। সিরিজ শেষে সবাই দেখে আমরা হেরে গেছি। একের পর এক ম্যাচ হারছি। তারপরও আমি আমার অবস্থান থেকে সরে যাচ্ছি না।’

তিনি আরো বলেন,‘অনেকে সন্দেহ করেছে, এটা স্বাভাবিক। যখন আমরা খারাপ খেলি তখন আপনারা সন্দেহ করবেন। কিন্তু যখন আমি ইংল্যান্ড দলের অধিনায়ক হয়েছিলাম তখন আমার স্ত্রীকে বলেছি আমি আমার সবটুকু প্রচেষ্টা দিয়ে দলকে স‍ামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।’

(ওএস/পি/জুলাই ২২, ২০১৪)