সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক শিক্ষক সমাবেশে কৃতি শিক্ষার্থী ও অবসর প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে শনিবার সকাল ১০ টায় কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও শিক্ষক কল্যান ট্রাস্টের আয়োজনে মানসম্মত প্রাথমিক শিক্ষা উন্নয়নের লক্ষ্যে শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষক কল্যান ট্রাষ্টের মহা পরিচালক উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নেত্রকোনা-৩ আসনের এম.পি অসীম কুমার উকিল বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে তাদেরকে আরো অনেক যত্নবান হতে হবে।

নিজের সন্তানের মতো মনে করে ছাত্র-ছাত্রীদের পাঠদানের ক্ষেত্রে আরো অগ্রনী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে অসীম কুমার উকিল বলেন, বাংলাদেশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাই একমাত্র শিক্ষাবান্ধব রাষ্ট্রনায়ক।

তিনি বলেন, ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে একটি ঘোষনায় জাতীয় করণ করেছিলেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দ্বিতীয় মেয়াদে দেশের সব রেজিষ্ট্রী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে মানসম্মত বেতন ভাতা প্রদান করছেন। যাতে করে একজন শিক্ষক শিক্ষিকা পরিবারের সকলকে নিয়ে খেয়ে পরে চলতে পারেন।

অসীম কুমার উকিল বলেন, শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী হিসেবে নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ব বিদ্যালয় ও নেত্রকোনা মেডিকেল কলেজ স্থাপন করে নতুন ইতিহাস গড়েছেন। তিনি কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে শিক্ষকদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান।

শিক্ষিকা রীমা সরকারের সঞ্চালনায় শিক্ষক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক সমিতির সাধারন সম্পাদক শিক্ষক জাকির আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, কেন্দুয়া পৌরসভার মেয়র নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সদস্য মো: আসাদুল হক ভূঞা, শিক্ষক কামাল আহমেদ প্রমুখ।

পরে কৃতি শিক্ষার্থী ও অবসর প্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এম.পি অসীম কুমার উকিল সহ অন্যান্য অতিথিরা।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০১৯)