স্টাফ রিপোর্টার : রাজধানীর সবুজবাগ এলাকায় নটরডেম কলেজ ছাত্র ইয়োগেন হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে র‌্যাব। আটকের নাম সবিতা। আজ রোববার সকালে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-৩।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান জানান, সবিতা নিহতের ফ্রেন্ড। একসঙ্গে একটি প্রতিষ্ঠানের কল সেন্টারে কাজ করতেন। নটরডেম কলেজ ছাত্র ইয়োগেন হত্যার ঘটনায় সবিতার সংশ্লিষ্টতা পাবার পর সকালে তাকে আটক করা হয়।

বিকেল ৪টায় কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সবুজবাগের কদমতলীর ৯ নম্বর রোডের হিরাঝিল এলাকার ৭৭/এ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইয়োগেন নটরডেম কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তার সুরতহাল প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছে, মরদেহের মাথা কালো ন্যাকড়া দিয়ে বাঁধা ছিল। বুকে কালো জখম, পেটে ৭টি ও পিঠে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ছেলেটি নীল রংয়ের ফুলহাতা শার্ট আর কালো প্যান্ট পরা ছিল।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০১৯)