কালিয়া (নড়াইল) প্রতিনিধি : সোমবার রাতে নড়াইলের কালিয়ায় এক বাড়িতে সশস্ত্র ডাকাতি হয়েছে। ডাকাতরা দরজার গ্রিলের তালা কেটে ঘরে ঢুকে অস্ত্রেও মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্নালংকার সহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। গ্রামবাসিরা এক ডাকাতকে আটক করে পুলিশে সপর্দ করেছে। এঘটনায় থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়,কালিয়া পৌর সভার গোবিন্দনগর গ্রামের সেলিম গাজীর বাড়িতে রাত ১ টার দিকে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দিয়ে দরজার গ্রীলের তালা কেটে ঘরে ঢুকে ওই মালামাল লুট করে পাশের শিবনাথ চৌকিদারের বাড়িতে হানা দিলে শিবনাথ তার লাইসেন্স কৃত বন্দুক দিয়ে গুলি ছুড়তে শুরু করলে গ্রামবাসিরা জেগে ওঠে। এবং ডাকাতদের ধাওয়া করলে খান মিয়া (৩৫) নামে এক ডাকাতকে আটক করে পুলিশে সপর্দ করে।

তিনি খুলনা জেলার তেরখাদা উপজেলার আদালতপুর গ্রামের আফতাব সরদারের পুত্র।

কালিয়া থানার ওসি মতিয়ার রহমান বলেছেন,ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। বাকি ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

(এমএইচএম/এটিআর/জুলাই ২২, ২০১৪)