বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, মোাল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যার শাহিনুল আলম ছানা’র বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী চত্রের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন- সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে মোাল্লাহাট উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের মুক্তিযোদ্ধাসহ উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের আহবানে বিভিন্ন শ্রেনী-পেশার কয়েক হাজার মানুষ এই মানববন্ধন- সমাবেশে অংশ নেয়।

মানববন্ধন- সমাবেশ বক্তব্য রাখেন, মোাল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি কালিপদ বিশ^াস, মোাল্লাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মোস্তাফিজুর রহমান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, হাসান মোল্লা হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তাজউদ্দিন আহম্মদ পিকিং উপজেলা যুবলীগের সভাপতি সেলিম রেজা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানজিল হোসেন মুন্সি, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন, মনোরঞ্জন হালদার, শেখ শহীদুল ইসলাম সাহিদ, ফকির নজরুল ইসলাম সুখ, শেখ দেলোয়ার হোসেন, আবুল বাসার মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক শরীফ মাহাতাব উদ্দিন, শিকদার মফিজুল ইসলাম, আ. মান্নান রুহুল, শেখ রফিকুল ইসলাম, আ. সবুর মোল্লা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানার বিরুদ্ধে সম্প্রতি নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে ধরে বেনামে দূর্নীতি দমন কমিশনে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তার কোনটাই সত্য না। তার বিরুদ্ধে যারা অভিযোগ করেছেন তারা অমুক্তিযোদ্ধা, মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করেছেন। যারা অভিযোগ তুলছেন তারা স্বাধীনতা বিরোধী চক্র। এদের প্রতিহত করতে আমরা মুক্তিযোদ্ধারা তার পাশে ছিলাম আছি থাকব।

আসন্ন উপজেলার পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এলাকার একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা দূর্নীতির অভিযোগ এনে অপপ্রচার চালাচ্ছেন। তার বিরুদ্ধে নানা অপপ্রচার রুখতে শুধু মুক্তিযোদ্ধারা না সব শ্রেণী-পেশার মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ সমাবেশ করছি। আমরা এই অপপ্রচারের নিন্দা জানাচ্ছি। এই অপপ্রচার বন্ধ না হলে আগামী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

(এসএকে/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০১৯)