সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড়ে জনতা মহাবিদ্যালয় সহ তিনটি গ্রামের ৩০টি পরিবারের বসতবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। 

রবিবার ভোর রাতে ঘুর্ণিঝড়ে দলপা ইউনিয়নের রামনগর, আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া ও সিংহেরগাঁও গ্রামে ঘুর্ণিঝড়ে এসব ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অনেক গাছপালাও উপরে পড়ে গেছে। শীলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে বোরো ফসললেরও ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান, রবিবার ভোর রাতে ঘুর্ণিঝড়ে দলপা ইউনিয়নের রামনগর ও আশুজিয়া ইউনিয়নের জনতা মহাবিদ্যালয়ের একটি অংশ সহ চান্দপাড়া গ্রামের অন্তত ২৫-৩০টি ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

আশুজিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ও দলপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান খান পাঠান জানান, জনতা মহা বিদ্যালয়ের একটি অংশ সহ চান্দপাড়া ও সিংহেরগাঁও গ্রামের অন্তত ৩০টি ঘরবাড়ির লন্ডভন্ড হয়ে গেছে। ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি জানান, ঘুর্ণিঝড়ে জনতা মহা বিদ্যালয় সহ দুটি ইউনিয়নের যেসব ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে জরুরী ভিত্তিতে এসবের তালিকা তৈরি করে নেত্রকোনা জেলা প্রশাসক বরাবর পাঠানো হয় একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিলক মহোদয়কেও অবহিত করা হয়েছে।

তিনি জানান, এসব ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান এবং পরিবারকে বিধি মোতাবেক সহযোগিতা প্রদান করা হবে।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০১৯)