স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথকে অবৈধ দাবি করে ২৯০ সংসদ সদস্যদের পদে থাকার বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

পরে মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, আমরা মনে করি যে শপথ গ্রহণের দিন থেকেই সংসদ সদস্যদের কার্যভার গ্রহণ করা হয়। কিন্তু আদালত বলেছেন, সংসদের প্রথম অধিবেশন থেকে সংসদ সদস্যদের কার্যভার গ্রহণ করা হয়েছে। এখন আমরা এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবো।

মোখলেছুর রহমান বলেন, গত ৩ জানুয়ারি সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।সংসদের প্রথম অধিবেশন বসেছিলো ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন বসার দিন থেকে সংসদ সদস্যরা কার্যভার গ্রহণ করে থাকেন।ফলে আগে শপথ নিলেও তাতে সংবিধান বা আইনের ব্যত্যয় ঘটেনি। ফলে রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

আদালতে রিট আবেদনটি দায়ের করেছিলেন আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।

এর আগে গত ১৭ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছিলেন হাইকোর্ট।

পরে এ রিট আবেদনটি দায়ের করা হয়েছিলো।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০১৯)