ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে প্রগতিশীল ছাত্র জোট ও সামাজ্যবিরোধী ছাত্র ঐক্য।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে করার দাবিতে তারা এই অবস্থান নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শিক্ষার্থীরা ভিক্ষোভ শুরু করেন। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ১২টা ৪৫ মিনিটে উপাচার্যের কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন।

অবস্থান কর্মসূচিতে প্রায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

ভোটকেন্দ্র হলের বাইরে করার জন্য শুরু থেকেই শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। এর আগে ভোটকেন্দ্র কোথায় হবে তার সমাধানে গণভোট করতে গত ১৫ ফেব্রুয়ারি প্রস্তাব দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ।

সংগঠনটি ২০১২ সালে ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছিল। এ সংগঠনের ২৫ জন শিক্ষার্থী ডাকসু নির্বাচন বিষয়ে উচ্চ আদালতে রিট করেন। সেই রিটের পরিপ্রেক্ষিতেই এবার ১১ মার্চ ডাকসু নির্বাচন হচ্ছে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০১৯)