বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘বর্তমান  তথ্য প্রযুক্তির যুগে তথ্য প্রযুক্তির ব্যবহার যতই বাড়বে জাতি ততই লাভবান হবে। ২০২১সালে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রশাসন সহ তৃনমুল পর্যায়ে ডিজিটাল কার্যক্রম শুরু হয়েছে।

এখন গ্রামের কৃষক ঘরে বসে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে পরামর্শ সেবা নিচ্ছেন। অনলাইনে মাধ্যমে ঘরে বসে শিক্ষার্থীরা তাদের ভর্তি সহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার সুযোগ পাচ্ছে। ’

মঙ্গলবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ‘ওয়াই-ফাই’ ইন্টারনেট সংযোগের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে ও ইনফো টেকনিশিয়ান সাইফুল ইসলাম অপুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, অফিসার ইনচার্জ আবুল হাসেম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন প্রমুখ।

(এলএস/এটিআর/জুলাই ২২, ২০১৪)