বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধণ কর্মসূচি পালিত হয়েছে। 

মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ মানবন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের বাগেরহাট জেলা সভাপতি মাওলানা মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, প্রভাষক মোল্লা মাসুদুল হক, প্রভাষক মাওলানা তাওহিদুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, মাওলানা আবুবক্কর সিদ্দিক প্রমুখ।

বক্তারা বলেন, স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ১০ থেকে ২৫ বছর যাবৎ ২০ লক্ষাধিক শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। কিন্তু এমপিও না হওয়ায় লক্ষাধিক শিক্ষক-কর্মচারীরা বিনাবেতনে মানবেতর জীবনযাপন করছে। বিভিন্ন সময় এমপিও ভুক্তির আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এ অবস্থায় শিক্ষক-কর্মচারীরা এমপিও ভুক্তির দাবী জানায়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

(এসএকে/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০১৯)