নিউজ ডেস্ক :অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে লেখক ধ্রুব নক্ষত্রের প্রথম উপন্যাস ‘তোমাকে ভেবে লেখা’। বইটি পাওয়া যাবে শিখা প্রকাশনীর ৫৭৬-৫৭৯ নম্বর স্টলে।

ধ্রুব নক্ষত্র তাঁর লেখা প্রথম উপন্যাসের প্রথম ফ্ল্যাপে লিখেছেন, চেতনার অতলে হারিয়ে যাবার আগ মূহুর্তে নাঈদ হঠাত যেন নিলিকে দেখতে পেল। সেই কতো বছর আগের কথা। ধূপছায়া নীল সালোয়ার-কামিজে, একমাথা এলোমেলো চুলে লাজুকভাবে হাসছে; আমার চোখে চোখ পড়তেই গাল দু’টো লালচে হয়ে গেলো। লাজুক ভাবে হেসে চোখ নামিয়ে নিতো সে । আমার কাঁচের পুতুল, আমার নিলি ।
আহ! এতো মধুর স্মৃতি নিয়ে আজকে আমার মৃত্যু হলেও কোন আপত্তি নেই। আফসোস থাকবে শুধু একটাই – এতো যাকে ভালোবাসলাম তাকে জানানোই হলো না কোনদিন ......। আসলে আমি কি নিজেও বুঝতে পেরেছিলাম নাকি! ছোটবেলার ভালো লাগা এতো গভীরভাবে দাগ কেটে রয়ে যাবে?

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গল্পগ্রন্থটি নিয়ে পাঠকের আগ্রহ লক্ষ্য করা গেছে। পাঠক বইটি পড়ার পর অনুভূতি ও লেখার ব্যাপারে কোন মতামত তথা পরামর্শ দিতে লেখকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। লেখকের ফেসবুক আইডি - ধ্রুব নক্ষত্র। ই-মেইল : [email protected]

লেখক ধ্রুব নক্ষত্রের উপন্যাস 'তোমাকে ভেবে লেখা' বইমেলায় পাশাপাশি রকমারী ডট কমে পাওয়া যাবে।