বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘দমন-নীপিড়ন করে আওয়ামীলীগ কর্মীকে বঙ্গবন্ধুর আদর্শ থেকে কখনো দূরে সরানো যাবে না। বঙ্গবন্ধুর আদর্শে লালিত আওয়ামলীগ কর্মীরা দেশ ও জনগনের কল্যানের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন। কোন ভয়-ভীতিতে তারা পিছপা হন না ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য আওয়ামলীগের নেতা কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমি বিশ্বাস করি আওয়ামলীগের নেতা কর্মীদের নিরলস পরিশ্রমে দেশ একদিন বিশ্বের বুকে উন্নতি জাতি হিসেবে পরিচিত লাভ করবে।’

তিনি মঙ্গলবার বিগত ৫ জানুয়ারির নির্বাচন পূর্ব জামাত-বিএনপি জোটের হাতে নৃশংসভাবে আক্রান্ত আওয়ামীলীগের ১৯ জন নেতা-কর্মীর মধ্যে চেক বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সমাজ কল্যান মন্ত্রনালয় থেকে ক্ষতিগ্রস্থ ১৯জন নেতা-কর্মীর হাতে প্রায় দু লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে ও সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ সেন গুপ্তের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, অফিসার ইনচার্জ আবুল হাসেম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন প্রমুখ।

একই অনুষ্ঠানে নৃতাত্বিক সম্প্রদায়ের ২২৫জন শিক্ষার্থীর মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ এলাকা উন্নয়ন তহবিলের আওতায় শিক্ষা বৃত্তির ৩লক্ষ টাকা বিভিন্ন হারে বিতরণ করা হয়েছে।

(এলএস/এটিআর/জুলাই ২২, ২০১৪)