নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে শুরু হয় ভোট গ্রহন শেষ হয় দুপুর ১টায়। 

নাগরপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম ফুয়াদ জানান, নাগরপুর উপজেলায় ১৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকালে সুষ্ঠভাবে ভোটগ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শেষ হয়।

তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও নেতৃত্বের বিকাশ, গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলার লক্ষ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'স্টুডেন্টস কাউন্সিল' নির্বাচন জাতীয় নির্বাচনের ন্যায় ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোট কেন্দ্র নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট সব কিছুই ছিল। স্ব-স্ব স্কুলের শিক্ষক-শিক্ষিকারা নির্বাচনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। এসব নির্বাচন যারা নির্বাচিত হবেন তারা বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়ন, পরিবেশ সংরক্ষণ, পুস্তক, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, বিদ্যালয়ের আঙ্গিনায় বাগান তৈরিসহ বিভিন্ন গঠনমূলক কর্মকান্ড পরিচালনা করবেন।

(এসআরএস/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০১৯)