স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি দা, ৩টি চাকু ও ১টি কাঁচি উদ্ধার করা হয়।

আটককৃতরা হল মজিবর রহমান (৫০), ইসমাঈল (২০), আব্দুল জলিল (২২), রুবেল (২৪), সাব্বির (১৮), আবু বক্কর রায়হান (১৮), আলী আকবর (১৮)।

মঙ্গলবার দিনগত রাতে মোহাম্মদপুরের রায়ের বাজার সাদেক খান কাঁচাবাজারের পশ্চিমপাশ থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-২।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান,অন্ধকারাচ্ছন্ন স্থানে দেশীয় অস্ত্র-সরঞ্জামাদীসহ ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সক্রিয় সদস্যকে আটক করে র‌্যাব-২ একটি বিশেষ আভিযানিক দল।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। বিশেষ করে দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে।এছাড়াও রাতের বেলায় তারা এরকম দুই বা ততোধিক দল একত্রিত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়ীতে গ্রিল কেটে ও তালা ভেঙ্গে প্রবেশ করে ডাকাতি করে থাকে।

(বিজ্ঞপ্তি/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০১৯)