নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচরে সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে সাধারণ চাষীদের মধ্যে ৪% মুনাফায় বিনিয়োগ বিতরণ ও ক্ষুদ্র ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় সুবর্ণচর উপজেলা হল রুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আবু ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোঃ আব্দুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসআইবিএল এর প্রধান নির্বাহী কাজী ওসমান আলী, এসআইবিএল উপঃ ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মাদ সিরাজুল হক, নেদারল্যান্ড দূতাবাস সিনিয়র পলিসি এ্যাডভাইজার এ.কে ওসমান হারুনী, সলিডারিড্যাড নেটওয়ার্ক কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন।

বক্তারা চাষীদের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং অপার সম্বাবনাময়া সুবর্ণচরে কৃষি বিপল্ব ঘটাতে সব সময় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড চাষীদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য ভূয়সী প্রশংসা করেন। পরে অতিথিরা চাষীদের মাঝে ৪ % হারে মুনাফা বিনিয়োগ বিতরন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ আব্দুস শহীদ ও অন্যান্য নেন্ত্রীস্থানীয় ব্যাক্তিবর্গ ।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০১৯)