ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষায় গোল্ডেন-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিনামুল্যে হতদরিদ্র স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি’র আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে (বিডি হল) এ ৮০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ৩৫০০ শিশু শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার পারুল বেগম।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক শতাধিক শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

(এফআইআর/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০১৯)