আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী গৈলা বাজারে শুক্রবার থেকে তিন দিনব্যাপি ৪৪তম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠান শুরু হচ্ছে। চব্বিশ প্রহর ব্যাপি নাম সংকীর্ত্তন শেষে ২৫ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে যাত্রাপালা নিমাই সন্যাস।

বাজার কীর্ত্তন ও পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুশান্ত কর্মকার ও সাধারণ সম্পাদক কাজল দাশগুপ্ত জানান, সংঘাত ও অশান্তিময় বিশ্বে হিংসা, লোভ লালসা আর অহম্ বিসর্জনের মাধ্যমে বিশ্ব জননীর সন্তানদের অগ্রগতি, শান্তি ও মঙ্গল কামনায় ২১ফেব্রুয়ারি শুক্রবার রাত ১২টা ১মিনিটে শুভাধিবাসের মধ্য দিয়ে শুভ সূচনা হবে তিন দিনের মহানাম সংকীর্ত্তন। নাম যজ্ঞানুষ্ঠান চলবে ২৫ ফেব্রুয়ারী সোমবার প্রভাত পর্যন্ত।

কীর্ত্তন আঙ্গিনায় অমৃত নামসুধা পরিবেশন করবেন শ্রীশ্রী বেদবাণী সম্প্রদায় (কুমিল্লা), শ্রীশ্রী যুগল কিশোর সম্প্রদায় (বরিশাল), শ্রীশ্রী শান্তি হরি সম্প্রদায় (নড়াইল), শ্রীশ্রী বাবা তারকব্রহ্ম সম্প্রদায় (বরিশাল), মা শিবানী অষ্টসখী সম্প্রদায় (ঢাকা) ও শ্রীশ্রী দাড়িয়াল সম্প্রদায় (বরিশাল)।

২৪ প্রহরব্যাপী মহা নামযজ্ঞ সমাপনান্তে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে নিমাই সন্যাস যাত্রাপালা।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৯)