গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে । 

রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে প্রথমে সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, এরপর উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর নূরুল ইসলাম আজাদসহ আওয়ামীলীগ, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। সকালে বিশাল প্রভাত ফেরি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, রচনা চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, সমাজসেবা অফিসার ইকবাল হোসেন, সরকারি কলেজের (ভার) অধ্যক্ষ বসির আহমেদ, মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবিব প্রিন্স , অধ্যাপক ফিরোজ খানুন নুনু, অধ্যাপক আবু তাহের, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু প্রমুখ।

এসময় উপজেলা কৃষি অফিসার ছাহেরা বানু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

(এসআরডি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৯)