মদন (নেত্রকোনা) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় ও ভাব-গম্ভীর পরিবেশে বৃহস্পতিবার নেত্রকোনার মদন উপজেলায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাব,শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যেগে কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে রাত ১২:০১ মিনিটে মহান ভাষা শহীদের স্মরনে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, প্রভাত ফেরি,সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি/আধা- সরকারি/স্বায়ত্ত্বশাসিত/বেসরকারি/ব্যাক্তি মালিকাধীন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কবিতা আবৃতি প্রতিযোগীতা, আলোচনা সভা, ভাষা শহীদের স্মরণে মোনাজাত ও সাংস্কৃতি অনুষ্টান রয়েছে।

উপজেলা পাবলিক হলে ইউএনও মোঃ ওয়ালীউল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ,ওসি মোঃ রমিজুল হক, আ’লীগ নেতা রুকন উদ্দিন আহমেদ, পৌর কমান্ডার সামছুল ইসলাম খসরু, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, শাহজাহান প্রমুখ।

(এএমএ/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৯)