আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর বৃহস্পতিবার রাত বারোটা এক মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। 

এসময় তার সাথে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সংসদ সদস্য শাহে আলম তালুকদার উপস্থিত ছিলেন। এরপর পর্যায়ক্রমে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, মুক্তিযোদ্ধা সংসদ, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, জেলা ও মহানগর আওয়ামী লীগ, পুলিশ সুপার, আনসার ভিডিপি, কেন্দ্রীয় কারাগারসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী এবং শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সকাল নয়টায় র‌্যালী বের করা হয়। বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ভাষা শহীদদের স্মরনে ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে শিশুদের বর্ণমালা লিখন প্রতিযোগিতার আয়োজন করে স্বজন বরিশাল।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৯)