নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : দিনভর নানা কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে প্রশাসনের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।

এরপর যথাক্রমে উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, বিএনপি, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, প্রেস ইউনিট সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকালে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে শহীদ মিনার প্রাঙ্গন থেকে প্রভাত ফেরি বের করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা ভাবে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শহীদদের স্মরন করেন।

(আরএসআর/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৯)