আমার বাংলাদেশ

একটা ছবি মনের মাঝে
দেয়যে শুধু দোলা,
যতোই দেখি ততোই তারে
যায়না কভু ভোলা।

সকাল সাঁঝে কাজের মাঝে
যতোই তারে দেখি,
রঙের বাহার আছে তাহার
হরেক রঙা একি !

পাহাড় পর্বত নীল নীলিমা
নদ-নদীতে ঘেরা,
বিশ্ব মাঝে এই ছবিটি
সবার চেয়েই সেরা।

চক্ষু দুটি তাক লেগে যায়
দেখতে লাগে বেশ,
শস্য শ্যামল বন বনানী
আমার বাংলাদেশ।


ফাগুন তুমি

ফাগুন তুমিকেনো এলে
আবার ঘুরে ফিরে?
মাতাল হাওয়ায় মনটা মাতে
বক্ষ ভাসে নীরে!

অতীত দিনের স্মৃতি গুলো
জাগিয়ে দিলে তুমি,
শূণ্য আমার বক্ষ খানি
খাঁখাঁ মরু ভুমি।

নদীর জলেখেলার ছলে
ঢেউয়ের সাথে দুলে,
জোয়ার ভাটায় স্বপ্ন বুনি
কষ্ট ক্লেশ ভুলে।

বুনো ফুলের দুল পরেছি
শিমুল ফুলের মালা,
চোখে আমার অশ্রু ঝরে
ভালো বাসার জ্বালা!

কেন ফেরালে অতীত স্মৃতি
বক্ষে জ্বলে আগুন !
আবার কেনো এলে ফিরে
ওগো তুমি ফাগুন ?