আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নয় দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে পরাস্থ হলো বিবস্ত্র করে অমানুষিক নির্যাতনের শিকার চতুর্থ শ্রেনীর ছাত্র সৌরভ মন্ডল (১১)। শুক্রবার দিবাগত মধ্যরাতে কলাবাগান কিডনী জেনারেল হাসপাতালের আইসিউতে মৃত্যুর কোলে ঢলে পরে সৌরভ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সৌরভ মন্ডল বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের প্রত্যন্ত মাগুরা গ্রামের দিনমজুর কার্তিক মন্ডলের ছেলে। জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারী বিকেলে সেচ পাম্প মেশিনের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ওই গ্রামের প্রভাবশালী বেল্লাল মোল্লা ও ফারুক হাওলাদার সৌরভ মন্ডলকে বিবস্ত্র করে অমানুষিক নির্যাতন করে। একপর্যায়ে নির্যাতিত সৌরভকে ধাক্কা মেরে পানির মধ্যে ফেলে দেয় তারা। বাড়ির লোকজন মুমূর্ষ অবস্থায় সৌরভকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে চিকিৎসকদের পরামর্শে কলাবাগান কিডনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান বলেন, শিশু সৌরভকে অমানুষিক নির্যাতনের ঘটনায় শুক্রবার সকালে থানায় একটি মামলা দায়ের করা হয়েছিলো। বর্তমানে ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তির করা হয়েছে।

তিনি আরও বলেন, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০১৯)