নওগাঁ প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিক বরাদ্দ না হলেও নওগাঁর সাপাহারে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পার হলেও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী তার মনোনয় প্রত্যাহার না করায় আওয়ামীলীগের দু’প্রার্থীই এখন সারা উপজেলার গ্রাম থেকে গ্রামান্তরে চষে বেড়াচ্ছেন। দু’জনেই সাধারণ ভোটারদেন নিকট ভোট প্রার্থনা করে চলেছেন।

বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব শাসমুল আলম শাহ চেীধুরী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শাহজাহান হোসেন দু’জনেই নির্বাচনী মাঠে বেশ জোরে সোরে তাদের নির্বাচনী প্রচার প্রচারণ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে একাধিক সাধারণ ভোটারদের সঙ্গে কথা হলে তারা জানান, গতবারের নির্বাচনে তৃণমুল ভোটে শামসুল আলম শাহ চৌধুরী জয়লাভ করায় শাহজাহান হোসেন তাকে মেনে নিয়েছিলেন। কিন্তু এবারে তৃণমুল ভোটে শাহজাহান হোসেন জয়লাভ করার পরও শাহজাহান হোসেন দলীয় মনোনয়ন পাননি।

এবারের নির্বাচনে সাপাহারে আওয়ামীলীগের মধ্যে দলীয় কোন্দল সৃষ্টি করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকগন মনে করছেন। তবে সাধারণ ভোটাররা বলছেন, দেখাই যাক শেষ পর্যন্ত কে হয় উপজেলা পরিষদ চেয়ারম্যান।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০১৯)