ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরের বহরমপুর গ্রামে বিজিবি-গ্রামবাসীর সাথে সংঘর্ষের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বিজিবির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার দুপুরে নিহতদের স্বজনেরা ঠাকুরগাঁও হরিপুর আমলী আদালতে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদসহ বিজিবির ৭ সদস্যের নাম উল্লেখ করে ও ১শত জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে তিনটি মামলার অভিযোগপত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম।

মামলার বাদীরা হলেন, নিহত নবাবের বাবা নজরুল ইসলাম, নিহত সাদেকের ভাই বাসেদ ও নিহত শিশু জয়নালের বাবা নুর ইসলাম।

মামলার আইনজীবী জানান, থানায় এই বাদীদের মামলা গ্রহণ না করায় আজ আদালতের শরণাপন্ন হয়েছেন বাদীরা। মামলায় আদেশের জন্য বিচারক ফারহানা খান আগামী ৬ মার্চ মামলার পরবর্তী শুনানীর তারিখ ধার্য করেছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বহরামপুর গ্রামে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হন।

(এফআইআর/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০১৯)